জয় বিশ্বাস
ধার্মিক ও মুক্তমনাদের মধ্যে একটি বড় পার্থক্য হল, ধার্মিকেরা যে কোন উপায়ে স্বর্গে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আর মুক্তমনারা পৃথিবীকেই স্বর্গ বানানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে।
ধর্ম না থাকলে পৃথিবীটা কত সুন্দর হতে পারত। হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে শুধু নামাজ পড়ার স্টাইলের ভিন্নতার কারনে। শিয়া, সুন্নি, কুর্দিরা প্রতিদিন মারামারি করেই যাচ্ছে কাদের ধর্ম বড় সেটা প্রতিষ্ঠা করার জন্য। অন্যান্য ধর্মের কথা নাইবা বললাম।
পৃথিবীতে আনুমানিক ৪২০০ ধর্ম আছে। সবাই মনে করে তার ধর্ম বাদে বাকি ৪১৯৯ টা ধর্মই ভিত্তিহীন।
ধর্ম মানেই বিভেদ। তুমি হিন্দু, আমি মুসলিম। আমার বিশ্বাস সঠিক, তোমার বিশ্বাস ভুল। মানুষকে শ্রেণীতে শ্রেণীতে আলাদা করে দেয়ার প্রধান মাধ্যম হচ্ছে ধর্ম।
মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।
আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। সেই মানুষ হয়ে উঠতেই আমাদের এত কষ্ট হচ্ছে, সেখানে ধর্ম নিয়ে ভাবার সুযোগ কোথায়?
দয়া করে আগে আমরা মানুষ হই, পরে ধার্মিক হই।